সৌরভ ভট্টাচার্য
28 May 2015
কিছু যন্ত্রণার বীজ অঙ্কুরিত হয়েছে
কিছু বীজ সুপ্ত এখনো
সময় হয় নি যে।
কিছু গাছে কুঁড়ি ধরেছে
ফুলও ফুটেছে কটায়।
সুখ?
ওই যে
এক যন্ত্রণা ভুলে আরেক যন্ত্রণার পথে -
মধ্যখানের ব্যবধান।
এতেই নিজেকে ভুলিয়ে নাও তো ভালো
না হলে অকারণে কাঁটা বিঁধবে আরো
তুলতে চাও তো তুলতে পারো থেমে,
হাঁটতে চাও
তো হাঁটো।