Skip to main content

মাথার মধ্যে কিছু নীল শব্দ রক্তাক্ত হয়ে রয়েছে দেখলাম
জিজ্ঞাসা করলাম, কে করল?
কিছু বলল না
আবার জিজ্ঞাসা করলাম
সে নিরুত্তর
আমার দিকে তাকিয়ে হাসল শুধু
দু বিন্দু রক্ত ঝরল আমার মুখে
সে রক্ত আমার গাল গড়িয়ে কানের কাছে
এসে বলল, তুমি তুমি তুমি...
আমি চমকে উঠে আমার হাতের দিকে তাকালাম।
আমার হাতে এখনো ধরা রক্তাক্ত ছুরি
কখন বিঁধেছি? মনে পড়ছে না,
লজ্জায়, গ্লানিতে - আরক্ত, সংকুচিত হলাম।

তাকালাম নীলাভ ক্ষত বিক্ষত শব্দগুলোর দিকে

সে বলল, ছুরিটা ডুবিয়ে দাও আমার বুকে
ওর শানিত ধার জমে আমার বুকে হোক বিদ্যুৎ
আঘাতের সাথে আনবে আলো।

 

Category