sumanasya
6 May 2023
মানুষের ক্ষমতা কতটুকু?
এই মোটে এতটুকু
এতটুকু ক্ষমতায়,
কি সবটুকু হয়?
তাই ভুলটুকু হয়ে গেলে
ক্ষমাটুকু করে দিতে হয়
আর যদি রাগটুকু হয়?
তবে, আক্রিম খেয়ে নিয়ে
চিৎ হয়ে শুয়ে
ঘুনুটুকু করে দিতে হয়
(ক্যামেরাবন্দী করেছে Aniket Ghosh )