সৌরভ ভট্টাচার্য
6 June 2018
বাবা খানিক সুস্থ। অবশ্যই অনেকের শুভেচ্ছায়, যত্নে, চিকিৎসায়। সিদ্ধান্ত হল আয়া রাখার দরকার নেই তবে আর। সেন্টারে ফোন গেল, তারা উৎসাহে বললেন, "বাহ! মেশোমশাই ভালো তবে, এতো খুব ভালো কথা!"
আয়ার মন খারাপ। এতদিনের সম্পর্ক। আমার এক নিকটাত্মীয়া তাকে সান্ত্বনা দিচ্ছেন শুনলাম, "আহা এখন যে না কাকু সুস্থ তাই রাখা হচ্ছে না, এরপর তো আবার অসুস্থ হবেন, তখন আসবি আবার, আমি বলে রাখলাম!"
আমি শুনে থ। বাবার ICU-এর অচেতন মুখটা মনে পড়ল। সেই লড়াইয়ের কথা মনে পড়ল। ভেবেছিলাম সেই আত্মীয়া হয়ত বলবেন, তুই তো বাড়ির লোকের মত, আবার আসিস ইত্যাদি... কিন্তু যা হোক...
বড়ই বিচিত্র এ সংসার। যতই দেকচি, ততই ভোম্বল হচ্চি। জয়গুরু।