Skip to main content

প্রতিদিন পেপার খুললেই পড়ছি প্রতারণার গল্প। কেউ উচ্চ আধিকারিক সেজে প্রতারণা করছে। কেউ প্রেমিক সেজে। কেউ চিকিৎসক সেজে। কেউ গুরু সেজে। কেউ চলচিত্র পরিচালক সেজে। মানুষের কত সাজ, কত কৌশল। কত কত নকল। 

    রামকৃষ্ণদেব বলতেন, এ সংসার বালিতে-চিনিতে মেশানো আছে। বালি থেকে চিনি আলাদা করে করে বাঁচো। দার্শনিক বলছেন আরে ভাই সব প্রতারণা। সারা জগতটাই হল প্রতারণা। মায়া। বিজ্ঞানীও তাই বলছে। যা বুঝছ, আসলে তা নয়। যা দেখছ, আসলে তা নয়। সবই তোমার ক্ষুদ্র স্নায়ুর খেলা। এই যে দেখছ সূয্যিমামা উঠছে নামছে, এ মায়া। এই যে দেখছ জলের নীচে কাঠি বেঁকে রয়েছে এ মায়া। ওই যে দেখছ মরুভূমিতে জলের ব্যবস্থা, এ সবই মায়া। হায় রে মায়াজাল। কবিও বলছেন, এ সংসার বিচিত্র ছলনাজাল। 

    এই তবে মোদ্দা কথা। চাদ্দিকে শুধু ছলনা আর ছলনা। মায় মন অবধি হাজার একটা ছল ফেঁদে ষড়যন্ত্র করছে রাতদিন। তবে? উপায় কি নেই? এক ছলের হাত থেকে বেঁচে আরেক ছল? মোহ-মায়া-ছল-প্রতারণা এ সব এড়িয়ে আর জীবনে কতটুকু সার পড়ে থাকে গা?

    তবে ওই বালিচিনির মধ্যে চিনি কি নাই? নাকি কি চিনিও পৃথিবীর জলস্তরের মত নামতে নামতে প্রায় শূন্যতে এসে ঠেকেছে। এই যে বাড়ি বাড়ি মাটির মধ্যে নল সেঁধিয়ে ভূমধ্যস্থ জল তুলে তুলে কাবার করে দিচ্ছে, ওদিকে প্রশাসন নাকে সরষের তেল দিয়ে ঘুমাচ্ছে, এর কি কোথাও কোনো সুরাহা নেই বাপ! আরে যেদিন ঘুম ভাঙবে বাবা সরকার বাহাদুর তোমার, চোখেমুখে জল দেওয়ার জলটুকু যে মাগ্যি হবে, সে খেয়াল আছে? এখানে যেমন জল তোলার কোনো মিটার নেই, সেখানেও তেমন বালি মেশানোর কোনো সীমা নেই। "নিম খাওয়ালে চিনি বলে", এই তো তবে সার কথা দাঁড়ালো। 

    তা নীতির কথা, ন্যায্য কথা কোন কালে কে আর শুনেছে? মানুষ খালি খালি সুখের কথা শুনতে চায়। সে সুখ যে পথেই আসুক তার আপত্তি নেই। চোরাপথ কি খুনেপথ সে দেখে না। সে দেখে বিপদে না পড়লেই হল। এমন একটা আপদবিপদহীন সুখের জন্য কত্ত লোভ মানুষের। খতিয়ে দেখে বিপদ আছে কিনা, খতিয়ে দেখে না মাল খাঁটি কিনা। যে ব্যাটা বলেছিল, "সব ভালো যার শেষ ভালো", তাকে একবার হাতে পেলে মুখে নুড়ো জ্বেলে দিতুম। ওরে হতচ্ছাড়া, যার শুরু আর মাঝখান ভালো নয় তার শেষটুকু ভালো হয় কি করে রে পোড়ারমুখো? যদি শুধু শেষেই ভালো দেখিস সেই তো নিজেকে ঠকালি বাপ আমার! ধুর ধুর! তখনই তো গুরু ঠকাবে, মন্ত্রী ঠকাবে, প্রেম ঠকাবে, মাস্টার ঠকাবে....সবায় ঠকাবে। মায় মন্দিরে গেলে তিনিও চিমটি কেটে ঠকিয়ে বলবেন, শেষে সব ভালো হয়ে যাবে। ব্যস, তুমিও ওই শেষের আশায় শুরু আর মাঝ গিলে খেলে! উজবুক কোথাকার!

    শেষে কিস্যু ভালো হয় না দাদা, যদি মধ্য আর শুরু ভালো না হয় গো। তাই বলি জল বাঁচাও, প্রাণ বাঁচাও... থুড়ি... বুদ্ধিসে ভূত ভাগাও... আত্মা বাঁচাও..., জাগতে রহো...... জাগতে রহো.... চিনি ঢুঁড়তে রহো.... ঢুঁড়তে রহো...