Skip to main content
 
 
      বাচ্চাটার মাথাটা ধড় থেকে আলাদা করত না ওরা যদি না বাচ্চাটা ধর্ষণের পর অমন বেয়াড়া চীৎকার করত, ওরাই বলল। স্বীকার করল, দোষটা ওই তিন বছরের বাচ্চাটার। 
      বাচ্চাটা জানতেই পারল না আমাদের গর্বের যন্ত্রটা চাঁদে নামতে পারল কিনা। লক্ষ্যে পৌঁছানোর গর্বই আলাদা। আরো ভালো হয় যদি ওই তিনজনও যন্ত্রটা চাঁদে যাওয়ার কথাটা জেনে যেতে না পারে। 
      মৃত্যুদণ্ড সমাধান নয় জানি। কিন্তু আমি তো সমাধানের কথা বলছি না, শাস্তির কথা বলছি। গারদে রেখে ধড়ের উপর মাথাটা বাঁচিয়ে শ্বাস নিতে দেওয়ারও তো দরকার নেই না? সে ওরা যতই শান্ত থাকুক, ভদ্র হওয়ার প্রতিশ্রুতি দিক, তাই না? 
      সমাধান নয়, বিচার হয়েই শাস্তি আসুক। বিজ্ঞান লক্ষ্যে পৌঁছাবে আর বিচার বারবার আমাদের ভ্রান্ত করবে তাই কি হয়?