Skip to main content

বিচার চলছে
আসামী বেবাক বোকা বেইমান হৃদয়

ফরিয়াদী আমি
ওর পক্ষের উকিল নেই কেউ
আমার পক্ষের উকিল তো মেলা
যুক্তির পর যুক্তি সাজিয়ে...
    সেকি ধুন্ধুমার কাণ্ড!

  বিচারক নেই
সমুদ্রের ধারে গেছেন

  ফিরে এসে রায় শোনাবেন

     হারতে চাইছি সমুদ্রের কাছে

Category