বইমেলায় গিয়ে অনেকে অনেক বইয়ের কথা লিখছেন, ছবি দিচ্ছেন। কিন্তু একটা বই যে বিনি পয়সায় দিচ্ছিল সে কথা তেমন কাউরে লিখতে দেখলাম না।
হ্যাঁ, বাইবেল দিচ্ছিল - নতুন নিয়ম, যীশুর বাণী। কটা ভালো কথা। সবার ভালো নাও লাগতে পারে, সে আলাদা কথা। তবু দিচ্ছিল তো! আহা গাল তো পাড়ছিল না, পরনিন্দা-পরচর্চার শিক্ষাও না, কিম্বা খুব জটিল তত্ত্বও কিছু না। যা হোক বাইবেলের কথা না হয় থাক। সারা বইমেলায় কটা হ্যাণ্ডবিল আর বিজ্ঞাপন আর জলের প্লাস্টিক ছাড়া কিছুই কেউ এমনি এমনি হাতে তুলে দেয়নি, তখন যীশু অন্তত বিনা ইনভেস্টমেন্টেই হাতে এলেন। ধম্ম, প্রচার ইত্যাদি বিতর্ক থাক। শুধু এইটুকু জেনেই ভালো লাগল, ওরা ওদের ভালোবাসা, বিশ্বাসকে হাতে তুলে দিতে এগোতে পারে, সে ওদের অর্থ বেশি বলে না বিশ্বাসটা বেশি বলে, না একত্বটা বেশি বলে জানি না।
আরেকটা ভালো লাগল বইটা সাজাবার কৌশল, যে অবস্থায় আপনি আছেন সেই অবস্থা অনুযায়ী একটা কথা খুঁজে নেওয়ার পদ্ধতি। এটা গীতবিতানে আছে, উনি ভেবেছিলেন, সাজিয়ে গিয়েছিলেন।