Skip to main content
ওঁ ভূর্ভুবঃ স্বঃ

 মন দাঁড়াল এসে অসীমের আঙিনায়
   জড়তার সব আবরণ হল ছিন্ন
 ক্ষুদ্রতার আবিলতা যত ধুয়ে গেল
      মহতের পুণ্য করুণা স্নানে
নিজেকে রিক্ত করে দাঁড়ালাম
 নিজেকে পূর্ণ করে নেওয়ার আস্পৃহায়
ওগো অসীম
     প্রকাশ করো নিজেকে আমার আত্মায়
       সত্যে, জ্ঞানে, প্রেমে
          অকম্পমান জ্যোতিতে

(Photo:  Samiran Nandy)

Category