সৌরভ ভট্টাচার্য
27 July 2016
মন দাঁড়াল এসে অসীমের আঙিনায়
জড়তার সব আবরণ হল ছিন্ন
ক্ষুদ্রতার আবিলতা যত ধুয়ে গেল
মহতের পুণ্য করুণা স্নানে
নিজেকে রিক্ত করে দাঁড়ালাম
নিজেকে পূর্ণ করে নেওয়ার আস্পৃহায়
ওগো অসীম
প্রকাশ করো নিজেকে আমার আত্মায়
সত্যে, জ্ঞানে, প্রেমে
অকম্পমান জ্যোতিতে
(Photo: Samiran Nandy)