Skip to main content
ভূমিসূতা

মেয়েটার হাত বিছানো
         আলতো করে
              নরম মাটি ছুঁচ্ছিল

আড়চোখে সে নীলাকাশে চেয়েছিল

মেয়েটার একরাশ চুল
              ঝর্ণা হয়ে
                  ভুঁয়ে নদী আঁকছিল

আড়চোখে সে নীলাকাশে চেয়েছিল

মেয়েটার আলতা দু'পা
               নরম ঘাসে
                  শিশির স্নাত হচ্ছিল

আড়চোখে সে নীলাকাশেই চেয়েছিল

(ছবিঃ সুমন)

Category