সৌরভ ভট্টাচার্য
10 November 2016
প্রতিবার তোমার হাত ছুঁতে গেলে ভয় হয়
মনে হয়, বুঝি ধরা পড়ে যাব!
সব দুর্বলতাগুলো
স্পর্শে অনুদিত হবে
তুমি ছুঁয়ো না আমায়
দূরে থাকো
অজস্র সহস্র মুহুর্ত দূরে থাকো
আমার দুর্বলতাগুলো বেঁচে থাক
শেষ সম্বল হয়ে
বঞ্চিত হয়ে বেঁচে যাব,
বাঁচব না উপেক্ষায়
তুমি ভুলে যাও