সৌরভ ভট্টাচার্য
29 March 2016
কেউ দেওয়াল নোংরা করে যেতেই পারে
অপেক্ষায় থেকো না যে -
সে-ই আবার জল ন্যাতা নিয়ে আসবে
দাগ মুছতে
অপেক্ষায় দাগটাই পাকা হয় শুধু
নিজেই মুছে ফেলো
অন্তত দেওয়ালটার কথা ভেবে
তারপর ভুলে যাও
যেমন -
পথ ভুলে যায়
নদী ভুলে যায়
আকাশ ভুলে যায়
ভুলে গেলে
পরের দিনটা তোমার হবে
না ভুললে
অপচয়ের