সৌরভ ভট্টাচার্য
4 April 2017
কয়েকটা না বলা শব্দ
বহু আলোকবর্ষ দূরত্ব তৈরি করতে পারে
বহুবার ভুল শব্দেরা সাঁকো ঝাঁকিয়ে
অথবা মাঝপথে লুঠ করে নিয়ে গেছে তা-
যা বলতে চেয়েছিলাম
ভুল শব্দের ঘেরাটোপে চীৎকার শুনি যার
তাকে বলি, শান্ত হও,
কুয়াশা কেটে যাবে খানিক বাদেই।
নিজেকে আশ্বস্ত করি, বলি সময়টা ভুল ছিল, আর ভুল ছিল কিছু শব্দেরা।
মনের মধ্যে তবু জানি
এ বিশ্লেষণও ফাঁকি,
আসলে কিছু কিছু ভুলকে ভালোবাসি, ওদের
অন্ধকার ঘরে বিছানায় শুইয়ে দরজা ভেজিয়ে বাইরে আসি
যেন চিরটাকাল আলোর ঘরেই বৈঠকখানা আর শোয়ার ঘর আমার।
হঠাৎ কোনো ভুল বাইরে চলে এলে, ছদ্ম-উদাসীনতা মুখে আনি
"কারা ওরা বেজন্মা?” চতুর দীর্ঘশ্বাসে ভয়কে আড়াল করে গর্জে উঠি
বুকের মধ্যে তখন চেনা আর্তনাদ