যৌথ পরিবারে কোনো বড় মানুষ যখন কোনো অবিবেচক বা আলপটকা মন্তব্য করে ফেলেন, অমনি অন্যান্য বিবেচক মানুষেরা সেটা নিয়ে কথা না বাড়িয়ে বিষয়টাকে চাপা দেওয়ার চেষ্টা করেন। যাতে পরিবারে শান্তি বজায় থাকে। এ অভিজ্ঞতা কম বেশি সব মানুষেরই থাকবে যাঁরা যৌথ পরিবারে মানুষ।
আমাদের এই খবরের চ্যানেলগুলোকে এ শিক্ষা কে যে দেবে! একটা ভুলভাল মন্তব্য কেউ করল তো, অমনি শুরু হয়ে গেল ব্রেকিং নিউজ, ডিবেট, আলোচনা, পর্যালোচনা, আরো কত কি! কেন রে দেশে কি আর কোনো সমস্যা নেই? এত বড় দেশে কিছু মানুষ উস্কানি কথা বলবেই। তাকে নিয়ে তিলকে তাল করে, ঘেঁটে ঘা করে, চুলকাতে চুলকাতে চুলকানী না ধরালেই কি নয়?
বাড়ির মহিলা সদস্যরা পারিবারিক নাটকে ব্যস্ত আর পুরুষেরা রাজনৈতিক নাটকে। যত নিউজ চ্যানেল তাদের টী-আর-পি বানানোর জন্য খবর খোঁজা ছেড়ে এখন খবর তৈরী করাতে মন দিয়েছে বেশি। যেন নারদগিরি করা ছাড়া আর কোনো কাজ নেই এদের।
অন্যদিকে দেশে কোনো ভালো কাজ কেউ করছেন কিনা তা জানতে অপেক্ষা করতে হবে, কবে তিনি আন্তর্জাতিক স্তরে পুরস্কার পাবেন, তবে। তারপর তিনি দিনে কতবার ব্রাশ করতেন, লুঙ্গী পরতেন না প্যাণ্ট পরতেন, অন্তর্বাস কোন কম্প্যানীর ব্যবহার করেন ইত্যাদি। বাপ রে বাপ!
কবে আমরা দায়িত্বশীল হব কে জানে?