সৌরভ ভট্টাচার্য
24 November 2020
চাইলে শান্তি
অথচ শান্ত থাকতে শিখলে না
চাইলে প্রেম
অথচ ভালোবাসাকে শর্তমুক্তি করলে না
চাইলে জীবন
অথচ লোভের গর্তে হাত বাড়ানো ছাড়লে না
চাইলে সত্য
অথচ ডান বাঁ ছেড়ে সোজা রাস্তায় হাঁটলে না
চাইলে মুক্তি
অথচ নিজের নামের বীজ বুনতে ভুললে না
চাইলে বন্ধু
অথচ নিজের বুকে বাড়ানো হাত ধরলে না