Skip to main content

  ভুলগুলো গুছিয়ে পরপর সাজিয়ে রেখেছি
    মাঝে মাঝে বার করে দেখি, ঘুণ লেগেছে কি না

অনেক ভুল হল। আরো হবে।
আরো অনেকবার পিতলকে সোনা
   সোনাকে পিতল ভেবে ভুল করব, জানি।

তবু উদ্বিগ্ন নই। কারণ আর কোনো দ্বিতীয় পথ নেই।
  বিকল্প পথ খুঁজতে যাওয়াটাই আরেকটা ভুল
     ভুলের কোনো বিকল্প হয় না
          ভুল ছাড়া। পথও একটাই -
     ভুলগুলোর তীর ধরে ধরে চলতে শেখা
               ভারসাম্য না হারিয়ে

Category