Skip to main content

স্লোগানে স্লোগানে আকাশ বাতাস মুখরিত ভরপুর
নরমে গরমে গরজি উঠিছে জনতা কর্ণপুর
সকলের ভাল করিবার লাগি তাহাদের ব্যাকুলতা
"ছাড়িয়া দেগো মা কাঁদিয়া বাঁচি" উঠিছে মর্মব্যাথা
তবু ছাড়িবে না, করিবেই ভাল, মিলিয়া কিম্বা একা
কার মতদান কে করিয়া যায়, কার মুখে কার কথা!
ওগো ভোটনাথ, কর্ণ, মর্ম হয়েছে ভীষণ তপ্ত
ক্ষ্যামা দাও এবে, ঝরেছে তো কত রক্তও
যাই হোক না গো দিন যাবে এক, রঙেতে রঙের বদল
ফিরে ফিরে আসে পাঁচ সাল বাদে ভীষণ ভালোদের কোঁদল
যেই হোক না গো, আমি তো আমিই
  দিনশেষে তুমি তুমিই
মধ্যে কেন এ রঙ চিহ্নের
  পাঁচিলে পাঁচিল তুলি

 

Category