সৌরভ ভট্টাচার্য
4 November 2019
১
====
ভরসা তবে কি?
সেকি নদী?
পাথর?
না আকাশ?
২
===
ঈশ্বর জমাট বাঁধল
পাথর হল
তারপর শুরু হল
পাথর ছোঁড়াছুড়ি
৩
====
সমুদ্র সেদিন ভীষণ উত্তাল
আকাশ দিল বকা -
উফ! এত কেন?
সমুদ্র শুনল না
কতগুলো নৌকাডুবি, জাহাজডুবি হল
শান্ত আকাশে ভাসা পাখির দল বলল,
আহা আহা! হা কপাল!
তখন ঈশান কোণে জমছে
কালো বুনোমেঘের দল