Skip to main content

আমার কেন জানি মনে হয়
    বারবার মনে হয়, খুব মনে হয়
বিশেষ করে রাতে শুতে গেলে
    অন্ধকার ঘরে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে মনে হয়
    এক আকাশ তারাও আমার কথাটায় আমার ভাবনাটায় সায় দিচ্ছে।

    সকাল সন্ধ্যে রাত দিন কাজের ফাঁকে ফাঁকে মনে হয় -
    আমাদের সবারই বুকের মধ্যে একটা ঝুলকালি মাখা ঘুমন্ত বুদ্ধমূর্তি আছে।
    সে জাগবে। সব কিছু রসাতলে যাবে না। যেতে পারে না।
    সেই মূর্তি সবার ভিতর থেকে জেগে উঠে পাপকে বলবে - থামো!
থামবে। আবার নতুন করে শুরু হবে সব কিছু। ভোর হবে হৃদয়গুলোতে, ভালোবাসার শিশিরে মাখা হয়ে।

     এই দৃশ্যটা মাঝে মাঝেই আমার মনে আসে -
   আমাদের সবার বুকেই আছে এক অবহেলিত ঘুমন্ত বুদ্ধ। জাগরণের অপেক্ষায়।

Category