Skip to main content

বন্ধ দরজার বাইরে নেই
না তো খোলা দরজার দিয়ে এসেছে
কোনোদিন 

অথচ একঘর আধজাগা মানুষ
বিশ্বাস করেছে
সে বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে 

একঘর ঘুমন্ত মানুষ 
বিশ্বাস করেছে
সে খোলা দরজা দিয়ে এসেছে ঘরে

দরজা নেই
ঘর নেই

কেউ কোথাও নেই

এক সহজ অবক্র আলো
জেগে আছে অনন্তকাল 
অন্ধকার বিছানায় শুয়ে 

কেউ তাকায়নি সাহস করে
তাকায় না

এতো সোজা! 

সহজকে ভয়
   ছায়াহীন মাঠকে ভয় পায় যেমন
        ক্লান্ত পথিক

Category