সৌরভ ভট্টাচার্য
7 July 2022
বন্ধ দরজার বাইরে নেই
না তো খোলা দরজার দিয়ে এসেছে
কোনোদিন
অথচ একঘর আধজাগা মানুষ
বিশ্বাস করেছে
সে বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে
একঘর ঘুমন্ত মানুষ
বিশ্বাস করেছে
সে খোলা দরজা দিয়ে এসেছে ঘরে
দরজা নেই
ঘর নেই
কেউ কোথাও নেই
এক সহজ অবক্র আলো
জেগে আছে অনন্তকাল
অন্ধকার বিছানায় শুয়ে
কেউ তাকায়নি সাহস করে
তাকায় না
এতো সোজা!
সহজকে ভয়
ছায়াহীন মাঠকে ভয় পায় যেমন
ক্লান্ত পথিক