Skip to main content
যদি প্রশ্ন করতে
   হয়ত উত্তর দিতাম
 
প্রশ্ন এড়িয়ে যেতে যদি
   হয়ত চুপ থাকতাম
 
তুমি চুপ রইলে
   আমিও চুপ রইলাম
 
প্রশ্নরা ভিড় করে থাকল
   ভিড়ের আড়ালে গোপন থাকলাম
 
 

Category