Skip to main content
 
এত বড় একটা আন্দোলন হল। দেশের তরুণ প্রজন্ম এগিয়ে এসে হাল ধরল। আর যে তরুণ নাকি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন তিনি সম্পূর্ণ নিরুত্তাপ রয়ে গেলেন! আজ শুনলাম তিনি আবার সভাপতি হলেন। পাঁচ বছর পর আবার উদ্বিগ্ন হবেন দেশের জন্য। কি কাণ্ড! কি সিজিনাল কম্প্যাশন ভাই রে! সাধে কি পণ্ডিতগণ বলছেন খাঁটি প্রতিদ্বন্দ্বী নাই..অপোজিশান নাই! ভ্যাজাল.. সব ভ্যাজাল...