Skip to main content
চালের কৌটোর দিকে চেয়ে
                ভাতের হাঁড়ি।
ভাতের হাঁড়ির দিকে চেয়ে
                        হাতা।
হাতার দিকে চেয়ে
                শূন্য টিনের থালা।
শূন্য থালার দিকে চেয়ে
                ডান হাত।
ডান হাতের দিকে চেয়ে
        করুণ দুটো চোখ, আর ছোট্ট একটা পেট।
 
 
হা ঈশ্বর!

Category