সৌরভ ভট্টাচার্য
8 October 2018
ভারতে যখন প্রথম ভোট হয়, সেই ১৯৫১-৫২ সালের ভোটার তালিকায় বহু মহিলার নাম বাদ দিতে বাধ্য হয়েছিলেন সুকুমার সেন, যার পরিচালনায় সেই মহান যজ্ঞ সমাধা হয়েছিল। কেন জানেন? কারণ বহু মহিলা নিজেদের নাম জিজ্ঞাসা করলে বলেছিলেন, 'অমুকের মা'.. 'তমুকের স্ত্রী'... নিজের নাম বলতে চাননি। কিন্তু তার জন্য আইনকে শিথিল করা হয়নি। বিধবাবিবাহ থেকে কন্যাভ্রুণ হত্যা, আইন করেই বন্ধ করা হয়েছিল, মানসিকতা বদল এর অপেক্ষায় না থেকেই। অন্তত ইতিহাস তাই বলে। দুর্ভাগ্য হবে যদি এই শবরীমালার আইনটাকে রদ করা হয় চাপে পড়ে। এ প্রজন্ম না বুঝুক, আগামী প্রজন্ম বুঝবে, তবে তা আইনি শাসনে, অধিকারেই বুঝবে।