Skip to main content

        বিহারের ভূমিকম্পের জন্যে একবার গান্ধীজী বিহারের মানুষের অস্পৃশ্যতা প্রথাকে দায়ী করেন। বলেন অস্পৃশ্যতার মত এক অমানবিক প্রথাকে মেনে চলায় ঈশ্বর ক্রুদ্ধ, তাই এই ভূমিকম্প। 
        রবীন্দ্রনাথ এ কথা শুনে গান্ধীজীকে বিস্তর বকাঝকা করেন। বলেন, এ আপনার মুখে কি কথা? অস্পৃশ্যতা অবশ্যই নিন্দনীয়। তাই বলে আপনি আরেক অন্ধবিশ্বাসকে ডেকে আনবেন, এক অন্ধ বিশ্বাসকে তাড়াতে? 
        কিন্তু এই বকাঝকা দেওয়ার লোক কোথায় আজ ভারতে? যে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে তিরস্কার করে বলবে, সুপ্রিমকোর্টের সবরীমালায় মেয়েদের প্রবেশাধিকারের রায়ের সাথে কেরলের বন্যার সম্পর্ক স্থাপন করা নিজের মূঢ়তার পরিচয় দেওয়া? বললেই তো মার! দেশদ্রোহিতা! ভারতীয় মননের সার্থক উত্তরাধিকারীর অপমান! গেরুয়ার অপমান! 
        ভারত তুমি কার?