Skip to main content

 

তোমার দিকে যখনই তাকাই
বুক ভরে ওঠে ঋণের ভারে
সকাল সন্ধ্যে রাত্রি দিন
ভাবি, এ বোঝা বুঝি নামবে নারে।

হঠাৎ সেদিন মেঘলা চারিধার
তোমার কোলে রেখে মাথা
ভেবেই চলেছি
একি অকূল পারাবার!
এমন সময়, আবেগ এল বুক ছাপিয়ে
চকিতে উঠে তোমার মুখে চেয়ে
প্রাণ আসল চোখের জল বেয়ে।

বললাম, আমার সার্থক হল জীবন
এই জীবনে তোমার সঙ্গ পেয়ে
পরজন্ম বলে যদি কোথাও কিছু থাকে
শপথ রইল ভুলো না এ অভাগাকে।

আমার ঠোঁটে নিজের ঠোঁট রেখে
তাই হবে, বললে অস্ফুটে।
বুকের থেকে আজন্মভার সেই
মিলিয়ে গেল,
ঋণের সে ভার তিল মাত্র নেই।

 

Category