সৌরভ ভট্টাচার্য
18 February 2016
আমার মাঝরাতেই ভোর হল
যেই তোমার কিছু কথা মনে এলো
কখনো ভাবিনি
এত নিপুণ শাসন এড়িয়েও তুমি আসবে
পাখি ডাকার এত আগে
ভোরের আলো জানলার কাঁচে পড়ার এত আগে
তবু, বিনা আলোয় ফুটে উঠল তোমার মুখ
আমার দ্বন্দ্বক্লান্ত মনে
শিশিরের বিন্দু লাগা পদ্মকলির মত
ভোরের শিশির পড়ার এত আগে
কথা ছিল একসাথে নিরুদ্দেশে যাওয়ার
কথা ছিল চায়ের দোকানে খানিক 'স্ট্যাচু' করা
নিয়মের যাঁতাকলকে
কথা ছিল গান শোনাবার আর শুনবার
এই ভোরের শপথে আমি বলছি, শুধু তোমায়
তুমি পবিত্র তোমার নিরহংকারে
তোমার গভীর অনুভবের সংযত প্রকাশে
সমুদ্রের মত