সৌরভ ভট্টাচার্য
3 January 2015
মা, যে দিন স্বপ্নে তুমি আসো
মনে হয় সে ঘুম হোক দীর্ঘজীবি
ভাঙা ঘুমকে জোড়া লাগাতে
আপ্রাণ করি চেষ্টা
বিছানায় নিজের সাথে করি যুদ্ধ-
যদি আরেকটু থাকতে পাই তোমার সাথে থাকতে।
হয় কই?
পাখির ডাক, হাল্কা রোদ, নানান কাজ-
আমার অলস বিছানার পাশে দাঁড়িয়ে,
ক্লান্ত আমি ওদের বলি, উঠছি।
উঠতে উঠতে ভাঙা স্বপ্নের দিকে তাকাই
দেখি সে মা কে নিয়ে মিলিয়ে যাচ্ছে ধীরে।
চোখের কোল ভরে আসে জলে
বালিশে মুখ গুঁজে বলি
আবার আনিস না মাকে
সে বলে, আনব.. আনব...আনব...
বলতে বলতে আমার বুকে যায় মিলিয়ে