সৌরভ ভট্টাচার্য
5 August 2020
গোঁসাইকে জিজ্ঞাসা করলাম,
"গোঁসাই গেলে না সেখানে?"
গোঁসাই বলল, "না গো, তিনি তো আছেন সর্বত্র,
প্রকাশ শুধু সত্য করুণা যেখানে"
গোঁসাইকে বললাম, "তবে কি সিংহাসনে এখনও রাখা খড়ম?"
গোঁসাই বলল, "ভ্রম ভ্রম ভ্রম"
গোঁসাইকে জিজ্ঞাসা করলাম, "তাঁর জন্ম কি সেখানে?"
গোঁসাই আঙুল তুলল বুকের দিকে,
"কার তবে নিত্য অভিষেক এখানে?"
আমি বললাম, "সে উৎসব তবে কি অর্থহীন?"
গোঁসাই বলল, "জড়ের রাজ্যে জড়ের বৈভব,
তিনি তো চিরকাল গৃহহীন"