সৌরভ ভট্টাচার্য
6 May 2018
ভালোবাসা, বড় গুমোর তোমার
যখন তখন ঘুঁটি সাজিয়ে ডাকো
"আসো"
ভালোবাসা, বড় গুমোর তোমার
যখন তখন গলা জলে নেমে ডাকো
"আসো"
ভালোবাসা, বড় গুমোর তোমার
হঠাৎ হঠাৎ হারিয়ে গিয়ে বলো
"খোঁজো"
ভালোবাসা, বড় গুমোর তোমার
হঠাৎ কখন ঈশ্বর হয়ে যাও, বলো
"পূজো"
ভালোবাসা, বড় গুমোর তোমার
গভীর রাত্রে হৃদয় মাড়িয়ে বলো
"হাসো"
ভালোবাসা, বড় গুমোর তোমার
কাঙাল হয়ে, রিক্তসাজে আসো, বলো
"মরো"