সৌরভ ভট্টাচার্য
16 March 2018
ভালোবাসা অসাড় হলে মানুষ বেড়াতে যায়
সমুদ্র, জঙ্গল, মরুভূমি, ঐতিহাসিক শহরে হেঁটে হেঁটে বেড়ায়
ট্র্যাভেল এজেন্টকে বলে, "কোনো অসুবিধা হবে না তো, দেখুন বিদেশ বিভুঁইতে গিয়ে কোনো বিপদে পড়ব না তো?"
সমুদ্র, জঙ্গল, মরুভূমি, ঐতিহাসিক শহরে হেঁটে হেঁটে বেড়ায়
ট্র্যাভেল এজেন্টকে বলে, "কোনো অসুবিধা হবে না তো, দেখুন বিদেশ বিভুঁইতে গিয়ে কোনো বিপদে পড়ব না তো?"
ভালোবাসা অসাড় হলে মানুষ বই পড়ে
গল্পের বই, দর্শনের বই, কবিতার বই
বইওয়ালাকে জিজ্ঞাসা করে, Goodreads এ জানতে চায় -
"বইটা তাকে বোর করবে না তো? বইয়ের পাতাগুলো ওল্টাতে কাঁটা বিঁধবে না তো আঙুলের ডগায়?"
গল্পের বই, দর্শনের বই, কবিতার বই
বইওয়ালাকে জিজ্ঞাসা করে, Goodreads এ জানতে চায় -
"বইটা তাকে বোর করবে না তো? বইয়ের পাতাগুলো ওল্টাতে কাঁটা বিঁধবে না তো আঙুলের ডগায়?"
ভালোবাসা অসাড় হলে মানুষ রাজনীতি করে
অনেক রাত অবধি ক্লাবে বসে। ম্যানিফেস্টো তৈরি করে। মানুষ গুনে গুনে দাগ দিয়ে রাখে।
অনেক রাত অবধি ক্লাবে বসে। ম্যানিফেস্টো তৈরি করে। মানুষ গুনে গুনে দাগ দিয়ে রাখে।
ভালোবাসা অসাড় হলে মানুষ ঈশ্বর ধরার ছিপ খোঁজে
রঙ বেরঙের ঈশ্বর বাড়িতে সাজায়
চারদিকে রঙিন কারুকার্য করা পাঁচিল তোলে
রঙ বেরঙের ঈশ্বর বাড়িতে সাজায়
চারদিকে রঙিন কারুকার্য করা পাঁচিল তোলে
ভালোবাসা অসাড় হলে মানুষ আরো অনেক কিছু করে
তার কিছু খবরের কাগজ জানে
কিছু সন্ধ্যের টিভির পর্দা, আর জানে
গভীর রাতে স্মার্টফোনের মোবাইল স্ক্রিন
তার কিছু খবরের কাগজ জানে
কিছু সন্ধ্যের টিভির পর্দা, আর জানে
গভীর রাতে স্মার্টফোনের মোবাইল স্ক্রিন
ভালোবাসার সাড় ফিরলে মানুষ হারিয়ে যায়
হারিয়ে যাওয়া মানুষের গল্প হয় না
যে ঝিনুকের গল্প সমুদ্রের তীর জানে
সে তো মরা ঝিনুকের গল্প
হারিয়ে যাওয়া মানুষের গল্প হয় না
যে ঝিনুকের গল্প সমুদ্রের তীর জানে
সে তো মরা ঝিনুকের গল্প