তোমায় ছাড়া বাঁচব না
বলেছিলেন তো
একচোখ জলে
বুকের মধ্যে হাপর সামলে
তবু চলে গেছে
জল শুকিয়েছে
হাপর থেমেছে
'হম তেরে বিন অব রহে নহি সকতে'
গানটা শুনলেও
চায়ে চিনি দিতে ভোলেন না
হিসাবের ফর্দে কাটাকুটি হয় না
রাতে ঘুমে বিচ্ছেদ ঘটে না
এক গলা জল জীবনে নেবে
সাঁতার কাটতে শিখে গেছেন
একটাই সুখ বোঝেন,
প্রতি মুহুর্ত বাঁচার!
প্রেম শুধু একদেশি না
বিছানার চাদর থেকে মোড়ের মাথার
কৃষ্ণচূড়া - প্রেম বহুদেশি
এখন শুধু প্রতিটা ক্ষণে
নিজের সাথে জড়িয়েমড়িয়ে
নিজের মত বেঁচে থাকার সুখ
কে আসল, কে থাকল, কে গেল
কি এসে যায় তাতে
তাঁর নিজের -
আলাদা ফুসফুস
আলাদা হৃৎপিণ্ড
কারোর কাছে ধার করা না
অনেক বোকামি হয়ে গেছে
আর না
ভালোবাসা একদেশি না
জেনে গেছেন
তবু গুনগুন করে গান
হম তেরে বিন অব.......
মিথ্যা কথারও সুখ আছে
কল্পনার সুখ...সুরের সুখ...