sumanasya
21 September 2025
শ্বাসপ্রশ্বাস যখন স্বাভাবিক, তখন তাকে খেয়াল থাকে কই? কে বলবে, সে আছে বলেই বাকি সব আছে?
যখন সে দুর্লভ, তখন তাকে টিকিয়ে রাখতে কত কৃত্রিম আয়োজন। শ্বাস চলে, কিন্তু শ্বাসের সুখটা কই তখন আর?
ভালোবাসার মত।