Skip to main content

ভালোবাসা মানে বুঝতে গেলে
রাতের অন্ধকারে এসে দাঁড়াও
হাস্পাতালের সামনে
দেখো
ভালোবাসা মানে উদভ্রান্ত চোখ
ভালোবাসা মানে রাস্তায় শুয়ে অপেক্ষা
তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার,
ভালোবাসা মানে গোলাপ, ক্যাডবেরি শুধু নয়,
ভালোবাসা মানে রক্তের প্যাকেট হাতে দৌড়,
 ওষুধের দোকানে ভীষণ ভিড়ে উদগ্রীব অপেক্ষা,
ভালোবাসা মানে কাঁচের ওদিকে
   তাকিয়ে থাকা নিঃশব্দ চুম্বন,
ভালোবাসা মানে চায়ের ভাঁড়ে চুমুক দেওয়া অন্যমনস্ক ভিজে ভিজে যাওয়া চোখ,
ভালোবাসা মানে পায়ের তলায় মাটি হারানো 
   আকাশ ফাটানো কান্না
ভালোবাসা মানে আর কিছু না,
     এটুকু জীবন
 বিপদে সুদিনে 
সঙ্গে সঙ্গে বাঁচতে চাওয়া,
ভালোবাসা মানে
  বারবার ফিরে মুখ দেখে যাওয়া 
          দুশ্চিন্তারা 

Category