Skip to main content

অর্থ কিছু নেই

তবু বিষন্ন নই

ব্যাখ্যা জমিয়ে কী লাভ?

ভোরের স্বচ্ছ আলো

এই যে পড়েছে ঘাসের উপর

নির্দ্বিধায়

আমার প্রাণ বলেছে

ভালো ভালো ভালো

Category