আজ সকাল থেকে ফেসবুক পেজে ভক্তমুক্তি অভিযান চালালাম। আমার বন্ধু তালিকায় এমন কিছু মানুষ ছিলেন যাদের উপদ্রবহীন ভাবতুম। ক্রমশ আমার লেখায় তাদের ভক্তিহানীর আশঙ্কা প্রকাশ করছিলেন হয় মেসেঞ্জারে নয়ত প্রকাশ্যে। মাঝে মাঝে কারোর আবার নখ শিং ও বেরিয়ে পড়ছিল। তাদের সারা টাইমলাইনে বাণীর বন্যায় আমিও ওষ্ঠাগত হয়ে উঠছিলাম।
রবীন্দ্রনাথ বলতেন, 'তাজমহল আমার ভীষণ প্রিয় বলেই যে সারা বাড়িটাকে তাজমহল করে তুলতে হবে তার কি মানে আছে?' ভক্তিও তো তেমন গোপন শুদ্ধ ভালো বস্তু বলেই জানতাম। কিন্তু আর পারা যাচ্ছে না, যারা মুখ খুললেই বাণী বলেন, তাদের এখন ভয় করি। যেন কি একটা চাপা দেওয়ার জন্য এত্ত বড় বড় ঢাকনা জোগাড় করেছে সব। ঢাকনা সরালেই.... থাক। ভিন্ন মতকে স্বাগত জানাই, কিন্তু মত প্রকাশ করা আর প্রচার করার মধ্যে মেলা পার্থক্য। তাই যারা "বাক্য যেথা হৃদয়ের উৎসমুখ হতে"... তাদের সাথেই স্বাচ্ছন্দ্যবোধ করি, সে বাণীর মত বাণী না বললেও।
সৌরভ ভট্টাচার্য
30 August 2017