Skip to main content

হার বয়েস হইয়াছে ষাটের উপর। তিনি ভক্তি গতপ্রাণা। তিনি ফোনে আলাপ করিয়াছেন আমার সহিত। সাক্ষাৎ হয় নাই কদাপি। ভাগ্যে তিনি ফেসবুকে নাই।
আমায় খানিক আগে ফোন করিলেন।

- সৌরভ?
- হ্যাঁ কাকিমা
- অমুকের হাতে তোমায় একটা বই পাঠাব। কি সব সাধুদের বর্ণনা গো, তোমার গায়ে কাঁটা দেবে! এদের জীবনই সার্থক বুঝলে বাবা! সংসার সংসার করে আবদ্ধ থেকে কি পেলাম আমরা?
- অবশ্যই পড়ব কাকিমা
- তুমি আলমোড়া গেছ?
- না কাকিমা
- ওমা! সেকি! স্বামীজির প্রতিষ্ঠিত মঠ!
- হুম, যাব। ( ভাগ্যে উনি ফেসবুকে আমার লেখা পড়েননি)।
- বাবা কেমন আছেন এখন?
- মোটামুটি কাকিমা
- আহা, তুমি প্রার্থনা করো এ বছরেই যেন উনি চলে যান। তুমি বেরিয়ে পড়ো। আর কতদিন সংসারের এই সবের মধ্যে থাকবে? ভগবান দয়াময়, ঠিক শুনবেন উনি।
happy to disturb এর কল না কিন্তু। তাঁর বছরের অর্ধেক সময় কাটে তীর্থে। সে উনি ফ্লাইটেই না হয় যান, ঈশ্বরের কাছাকাছি ওই যানটাই তো যায়! জয়গুরু। আর যা করিস ভক্তি দিস না মা!