Skip to main content
ঘাসের উপর সুরের চাদর বিছিয়ে গেল
হলুদ ঘাসগুলো সারাগায়ে ধুলো মেখে
            জড়াজড়ি করে শুনল

পাগলটা মাফলার জড়িয়ে আচমকা হাততালি দিয়ে উঠল
       চাওয়ালাকে বলল, খুচরো আছে?
চাওয়ালা বলল, ভাগ শালা!

ভাঙা চেয়ারটা দূরে সরিয়ে আনল ভাল চেয়ার
      ওরা পাশাপাশি বসে, হাতে রাখল হাত
একটা কালো ভেলভেট পোকা মেয়েটার ওড়নায়
        ছেলেটার দুষ্টু হাত
      মেয়েটা ভেলভেট পোকাকে বলল, হ্যাট্!

বাচ্চাটার হাতে ছোপছোপ লাল নীল বেলুন
  গানের তালে নাচতে নাচতে মাকে বলল, বাবা কই?
 
মা বাদামের ঠোঙা দিয়ে বলল, খা।
    ছেলেটা বলল, বলো না, বাবা কই?
 
ভেলভেট পোকাটা ওনার আঁচলে। বাচ্চাটা বলল, পোকা..আয়..খেলবি?

সারা মাঠে অত্যন্ত অহংকারীর মত মাথা তুলে মোবাইল টাওয়ারটা।
ও কি অহংকারী?
 
ও কিছু হারিয়ে যাওয়া মানুষের ফেরার পথ চেয়ে
ওর মুখের দিকে তাকিয়ে কত রাতজাগা চোখ
কত কত ভেলভেট পোকা ওর দিকে উড়ে যায়, আবার উড়ে আসেও

গান হচ্ছে। শুনছি না। শুনছি অন্য গান। অন্য তাল।

সবার সাথে। একা বসে। 
আমি আর ভেলভেট পোকা।

Category