Skip to main content

সত্য তবে কি মিথ্যার আয়ুষ্কাল?
    না কি মেঘ চিরে আসা আলো?

অন্ধকারে আমি তুমি সব এক
    আলোতে জাগা তফাতগুলো কি ভালো?

মিথ্যাগুলোই থাক তাই তবে বেঁচে
    মুখে গাই সত্যের জয়

অর্ধসত্য বন্ধুর মত আসে
    পূর্ণসত্যে তাই এত ভাই ভয়!

ঢাকা শরীরই সভ্য হল তাই
   নগ্ন শরীর! রাম রাম! তাও হয়!?

মনের কথা মনও জানে না যে
   তাই তো হে বাপু এত ভদ্রতা সয়!

Category