সৌরভ ভট্টাচার্য
19 August 2015
তোমার দু'চোখের কোল ঘেঁষে
দুটো ছোট্ট নদী।
তাতে জোয়ার-ভাটা খেলে
পলকগুলো দু'ধারে সার সার
তরুর মত দাঁড়িয়ে,
মাঝে ভেসে আমার মন
ছোট্ট পানসিতে।
তোমার নাকের নীচে
ঠোঁটের উপর ঘেঁষে আল পথ
আমার মনের অবাধ বিচরণ সে পথে
কখনো কখনো উপরের ঠোঁটে
হুমড়ি খেয়ে গড়ায়
তাকে রাখতে গিয়েও
রাখি না জোর করে।
নীচের ঠোঁটের সাথে
উপরের ঠোঁটের অত কিসের কথা?
আমার মন সেখানে আড়ি পেতে
সব প্রাণ তার মজেছে ওই রঙে
ঘরছাড়া যে তাই সে ঘুরে ফিরে।