সৌরভ ভট্টাচার্য
25 December 2015
তোমাকে দেখে বুঝেছিলাম জানো
এমন বেয়াদবের মত ভালোবাসা যায়
এমন রোদ্দুর মাখা গায়ে
এত ভালোবেসে অন্ধকারও মাখা যায়
যেদিন তুমি মরণকে আলিঙ্গন করলে
ক্ষমা করে তাদের
যারা তোমার মৃত্যুর আয়োজন করেছিল
সেদিন থেকে মৃত্যু হেরে গেল জানো
সেই তোমার বেয়াদব ভালোবাসার কাছে
ক্ষমাগ্নিতে ঘাসেরাও হল শুদ্ধ তোমার রক্তে
সেদিন থেকে তুমি আমার স্বচ্ছ সরোবর
সেদিন থেকে তুমি আমার যজ্ঞের হোমশিখা
আমি তৈরী হচ্ছি
সে সরোবরে নামব স্নানে, দেব ডুব বেয়াদব ভালোবাসায়
সে যজ্ঞে আহুতি দেব সব, পুড়ে ঝলসে শুদ্ধ হব
নিঃশর্ত ক্ষমায়
আমায় শক্তি দাও, ওগো বেয়াদব ভালোবাসা
(ছবি - আন্তর্রজালতন্ত্র)