সৌরভ ভট্টাচার্য
25 March 2015
রেগো না। রেগে লাভ নেই। বরং মুখ ফেরাও। চলন্ত রিকশার স্পোক গোনার চেষ্টা করো। বা নিজের বুকের জামাটা খামচে ধরে নিজেকে হেঁচড়ে বার করো, তবু রেগো না। রেগে লাভ নেই।
প্রত্যাশা রেখো না। লাভ নেই। ভুলে যাও। যেমন উনুনে আঁচ ধরিয়ে ধোঁয়াকে ভুলে যায়। কারোর চোখের দিকে বেশিক্ষণ তাকিও না। কুকুরটার ল্যাজটার দিকে তাকাও। হাজার চেষ্টাতেও সোজা হয় নি যেটা। হাত দুটো পকেটে ভরো। পেতো না।
হতাশ হোয়ো না। এসো হাডুডু খেলি। খেলতে জানো না? তো কি হল? ল্যাঙ খেতে জানতে নাকি আগে? এখন তো দিব্যি ল্যাঙ খেয়েও উঠে দাঁড়াও। এসো হাডুডু খেলি, যতক্ষণ না পা মুচকায়। ভয় নেই চুন হলুদ আছে বিস্তর। নির্ভয়ে খেলো।
ভয় পেয়ো না। হাসি পাবে। কাকে ভয় পাবে? ভগবান ব্যস্ত, মস্তান ব্যস্ত। তোমার হিসাব তুমিই রাখো। ফাঁকিও তোমার, লাভও তোমার। ছোটো, ছোটো, ছোটো। গর্তে সেঁদিয়ে লাভ নেই। বেরিয়ে এসো।