Skip to main content

হিসাবের খাতা থাক মন্দিরের বাইরে
তোমার সামনে বসি আমি বেহিসাবী
ভক্তি নিয়ে
হিসাব না মিলুক, ক্ষতি নেই
চিত্ত মিলুক তোমার চরণে।