Skip to main content
 
বাজার
=======
বাজার বলল, কি কি নেবে? কি কি চাও?
মন ঘরের ফর্দ দেখে বলল, অল্প কিছু।
বাজার বলল, এই কটা, ব্যস! তুমি জানো না, ঘরের ফর্দর সাথে বাজারের ফর্দ মেলে না?
মন বলল, না আরো কিছুও আছে..
বাজার বলল, আরো কিছু! অ্যাঁ কিছু!! হো হো হো..
মন বলল, না অনেক কিছু.. মানে প্রচুর কিছু...
বাজার বলল, তাই বলো...এই না হলে কথা! তা সবই দেখো এনেই রেখেছি আগে...,দেখো না দেখো...
মন বলল, এতেও হবে না, আরো কিছু, প্রচুর কিছু, অনেক কিছু...
বাজারের উঠল হাঁপানির টান। বুকের ভিতর ঘড়ঘড় শব্দ।
মন বলল, চললাম, শুনেছি অমুক পুরে আছে আরো বড় বাজার...
বাজার বলল, এর চেয়েও বড়?
- অনেক বড়
- অনেক বড়?
- অনেক অনেক অনেক বড়...
মন চলল, পিছনে চলল বাজার, বড় বাজারের খোঁজে।
মনের ঘর থেকে আনা ছোট্টো ফর্দটা মাটিতে লুটিয়ে। হাওয়া তাকে উড়িয়ে তারার কাছে এলো রেখে। ওরা জমে জমে মেঘ হবে। তারপর কোনও একদিন মন খারাপের বাদলা বিকেলে রামধনু হবে।
মন বলবে, আমি যেন চিনি ওকে। মন উদাসী সেদিন।
বাজার বলবে, মিথ্যা কথা!