Skip to main content


বয়স না, কাম না,
মাড়িয়ে যাওয়াই আসল কথা,
বড্ড বাড় বাড়ছিস তোরা
তাই মাঝে মাঝে উচিৎ শিক্ষা..
বীর্য্য পিচকারিই দেখিয়ে দিচ্ছে
পুরুষ সাজার কি হয় সাজা!

(কোথাও কি মনে হচ্ছে মধ্যযুগীয় ধ্যানধারণায় বিশ্বাসী পুরুষ জাতের চারদিকে এই ক্রমশ মেয়েদের এগিয়ে আসা, উঠে আসা, স্বাবলম্বী হওয়া, স্বমতাবলম্বী হওয়া - ইত্যাদি মেনে নিতে অসুবিধা হচ্ছে? কোথাও কি একটা জটিল কম্পলেক্সিটি তৈরি হচ্ছে? তার থেকে এই বিকৃত ইচ্ছাগুলো জন্মাচ্ছে? এটা কি চির অভ্যস্ত পুরুষ-নারীর সামাজিক আইডেন্টিটির সুনির্দিষ্টভাবে টানা বিভাজনরেখাটা মিলিয়ে যাচ্ছে বলে তার একটা অস্বাস্থ্যকর আক্রোশ জন্মাচ্ছে? আমরা কি একটা ট্রানজিশান ফেজ দিয়ে যাচ্ছি বলে এই অসম্ভব বিকৃতিগুলো বাইরে বেরিয়ে আসছে?)