সৌরভ ভট্টাচার্য
22 February 2018
বউটা সকালে উঠে ঝাঁট দেয়
বউটা একটু বেলায় আঁচ দেয়
বউটা দুপুরবেলা ভাত দেয়
বউটা বিকেল বিকেল চা দেয়
বউটা সন্ধ্যেবেলা মুড়ি দেয়
বউটা রাতের পাতে রুটি দেয়
বউটা শয্যাপাতে শরীর দেয়
বউটা বংশ ধারকের গর্ভ দেয়
বউটা মা হওয়ার দায় দেয়
বউটা ঠাকুর ভজে ভাগ্য দেয়
বউটা একটু বেলায় আঁচ দেয়
বউটা দুপুরবেলা ভাত দেয়
বউটা বিকেল বিকেল চা দেয়
বউটা সন্ধ্যেবেলা মুড়ি দেয়
বউটা রাতের পাতে রুটি দেয়
বউটা শয্যাপাতে শরীর দেয়
বউটা বংশ ধারকের গর্ভ দেয়
বউটা মা হওয়ার দায় দেয়
বউটা ঠাকুর ভজে ভাগ্য দেয়
বউটা কথা শোনার মন দেয়
বউটা অভিযোগ নেওয়ার মাথা দেয়
বউটা তিরস্কার শোনার কান দেয়
বউটা অভিযোগ নেওয়ার মাথা দেয়
বউটা তিরস্কার শোনার কান দেয়
ভাগ্যবতী, গায়ে নামাবলী
চিকিৎসা খরচ বাঁচিয়ে দেয়
সব ঝুঁকে পড়ে। সিঁদুর মাখা পা -
বউটা আয়ু নিংড়ানো আশিস দেয়
চিকিৎসা খরচ বাঁচিয়ে দেয়
সব ঝুঁকে পড়ে। সিঁদুর মাখা পা -
বউটা আয়ু নিংড়ানো আশিস দেয়