সৌরভ ভট্টাচার্য
19 April 2016
বাউল আমার পায়ে ঘুঙুর
হাতের আঙুলে একতারা
বুকের মধ্যে অকাল মেঘে
ঝমঝমিয়ে বৃষ্টিধারা
বাউল আমার চোখ নিয়ে নে
বুকের দরজা হা-পাট খোল
পায়ের চলা দিক ভুলে যাক
কানে তোমার সুরের রোল
বাউল আমার কান্না গেছে
সংসার ছেড়ে তেপান্তরে
সুখের নেশাও হারিয়ে গেছে
প্রেম সাগরের ডুব লহরে
(ছবি: সুমন)