Skip to main content
আপেল মাটিতে পড়ার জন্য দায়ী কি শুধুই মাধ্যাকর্ষণ?
তার শুকিয়ে আসা বৃন্তের প্রতি টান না?
এ তত্ত্ব তুমি বুঝবে না বিজ্ঞানী
জীবন রহস্য তো শুধু গাণিতিক উপাখ্যান না!