সৌরভ ভট্টাচার্য
30 August 2016
সাবানের ফেনায় তৈরি বাতাসে ভাসা বুদবুদ - সুখ,
দূর থেকে দেখো, দেখবে ওর গায়ে সাতরঙা রামধনু
ওকে ঘিরে সাত সমুদ্রের ঢেউ
দূর থেকে দেখো, দেখবে ওর গায়ে সাতরঙা রামধনু
ওকে ঘিরে সাত সমুদ্রের ঢেউ
কাছে এসে হাতে নাও
ফেটে যাবে,
বাতাসে মিলিয়ে যাবে সাতরঙা রামধনুর বুক ভরা বাতাস
ফেটে যাবে,
বাতাসে মিলিয়ে যাবে সাতরঙা রামধনুর বুক ভরা বাতাস
হাতের তালুতে ফেটে যাওয়া বুদবুদের যে ভিজে দাগ - সেই দুঃখ
মুছে ফেলো যত তাড়াতাড়ি পারো,
মুছে ফেলো যত তাড়াতাড়ি পারো,
চেয়ে দেখো, না চেয়ে - কত বুদবুদ এখনো বাতাসে
(আরো কিছু মানুষকে দেখবে যাদের সারাগায়ে ফাটা বুদবুদের ভিজে দাগ,
ওরা কাঁদে সারাদিন, আর অভিশাপ দেয়,
বলে বেড়ায় সব বুদবুদগুলোই ছিল নাকি ওদের।
ওদের দুর্ভাগ্য, ওদের চোখে এখন আর নতুন বুদবুদ ধরা দেয় না)
ওরা কাঁদে সারাদিন, আর অভিশাপ দেয়,
বলে বেড়ায় সব বুদবুদগুলোই ছিল নাকি ওদের।
ওদের দুর্ভাগ্য, ওদের চোখে এখন আর নতুন বুদবুদ ধরা দেয় না)