সৌরভ ভট্টাচার্য
7 July 2016
মুঠো খুলে দিলে
ব্যথারা প্রজাপতির মত উড়ে যায়
আকাশে, বাগানের গাছে, খাটের কিনারায়
প্রজাপতির মত রঙিন ব্যথারা
আড়মোড়া ভাঙা শরীরের মোচড়ে এসে বসে
সুখের মত ব্যথারা
ব্যথার সাথে ক্ষতির আভাস না থাকলে
ব্যথা পেয়েও সুখ
রঙিন প্রজাপতির মত
কোকুন কেটে বেরোনোর যে সুখ
যদি ক্ষতির সিঁদুরে মেঘ না থাকে
দুঃখও ভোগ্য
মানুষ ক্ষতি সইতে পারে না
যতক্ষণ না রাক্ষসীর বুকে রাখা প্রাণ ভোমরাটা মরে
তার ঘোর না কাটে